<![CDATA[
দিয়েগো সিমিওনে অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ হওয়ার পর প্রথমবারের মতো! বার্সেলোনার মাঠে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখলেন এই আর্জেন্টাইন কোচ। সেই জয়েই বার্সেলোনাকেই পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এমন জয়ের পর উৎসবে মেতে ওঠার কথা রোজিব্লাঙ্কোদের। কিন্তু সেই উৎসবে যদি বার্সেলোনার কিংবদন্তিই রসদ যোগায় তবে ব্যাপারটা কেমন দাঁড়ায়? বার্সেলোনার হারের পর এমন ঘরের শত্রু বিভীষণের ভূমিকাই নিয়েছেন লুইস সুয়ারেজ।
শনিবার (২১ ডিসেম্বর) লা লিগার খেলায় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে সফরকারী অ্যাতলেটিকো মাদ্রিদ। পেদ্রির গোলে বার্সা এগিয়ে গেলেও রদ্রিগো দি পল এবং আলেক্সান্দার শরলথের গোলে জয় নিয়েই ঘরে ফেরে মাদ্রিদের দলটি।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করাটা নিশ্চিত করেছে রোজিব্লাঙ্কোরা।
২০০৬ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে বার্সেলোনা। এস্তাদিও অলিম্পিকে অনুষ্ঠিত ম্যাচটি বিশ্বজুড়ে অনেকেই দেখেছেন। তাদেরই একজন লুইস সুয়ারেজ। ইন্টার মায়ামিতে খেলা উরুগুয়ের এই কিংবদন্তি এক সময় এই দুই দলেই খেলেছেন। বার্সেলোনায় নিজের সেরা সময়টা পার করে অ্যাতলেটিকো মাদ্রিদেই যোগ দিয়েছিলেন সুয়ারেজ।
আরও পড়ুন: আর্জেন্টিনার চার ফুটবলার গ্রেফতার ব্রাজিলে
স্পোর্ত জানিয়েছে, বার্সেলোনাকে হারানোর পর অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের পুরস্কৃত করেছেন। আর এই পুরস্কার অন্য কিছু নয়, নিজের রেস্টুরেন্ট চালিতো’র খাবার মাদ্রিদের দলটির খেলোয়াড়দের খাইয়েছেন সুয়ারেজ।
২০২৩ সালে সুয়ারেজ চালিতো নামের এই চেইন রেস্টুরেন্ট খোলেন। বার্সেলোনা এবং মাদ্রিদে এই রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়তাও পেয়েছে।
অ্যাতলেটিকো মাদ্রিদের অধিনায়ক কোকে কয়েকজন সতীর্থের সঙ্গে সুয়ারেজের রেস্টুরেন্টের খাবারের প্যাকেট হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: বড় জয়ের দিনে আর্সেনালের দুশ্চিন্তার কারণ ইনজুরি
সুয়ারেজের উপহারে রোজিব্লাঙ্কোরা খুশি হলেও বার্সেলোনা সমর্থকরা ভালোভাবে নেয়ার কথা নয়। কাতালান ক্লাবটিতে খেলেই খ্যাতির চূড়ায় উঠেছিলেন এই উরুগুইয়ান। তবে ২০২০ সালে বেশ তিক্ততা নিয়েই কাতালান ক্লাবটি ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেজ। ক্লাবটিকে লিগ শিরোপা জেতাতে দারুণ ভূমিকাও রাখেন তিনি। সেই তিক্ততা থেকেই বার্সেলোনার হারের দিনে এক হাত নিতে এমন কাণ্ড করেছেন বলে অনেকেই মনে করছেন।
অ্যাতলেটিকো মাদ্রিদ চলতি মৌসুমে রীতিমতো উড়ছে। দিয়েগো সিমিওনের দল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। লা লিগায় দলটি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে।
]]>
Source link